শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

যশোরে চাঁদার দাবিতে কুপিয়ে জখম,কোতয়ালী থানায় ৭ জনকে আসামী করে মামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ১:০৭ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরে চাঁদার দাবিতে খুন করার উদ্দেশ্যে জখম, ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শহরতলীর চাঁচড়া রায়পাড়ার মশিউর রহমান ওরফে খোকনের স্ত্রী ফরিদা বেগম (৪৫) শনিবার ৫ সেপ্টেম্বর কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় শংকরপুরের দুঃধর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবসহ ৭ জনকে আসামি করা হয়। আসামিরা হচ্ছে শংকরপুর আলতাবের মোড়ের তৌহিদ কাজির ছেলে ভাইপো রাকিব (২৮), একই এলাকার তৈয়ব আলীর ছেলে সাব্বির (২৭), শংকরপুর আশ্রম মোড়ের সেলিমের ছেলে মাহাবুব (২৯), মিজান (৩৫), চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির আক্কাসের ছেলে বিল্লাল (৩০) শহরের বেজপাড়ার প্রশান্ত (৩৭) ও শহরতলীর পুলের হাটের আকুর ছেলে ফারুক (৩৫)।

 

মামলার এজহার সূত্রে জানা যায়, মূলত আইসক্রিম বিক্রির স্থান নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে একটা পর্যায়ে ভাইপো রাকিবসহ আরও কযেকজন মশিউর রহমানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা প্রথমে গালাগাল করে। পরে শনিবার মশিউরের ছেলে জুয়েল (২৫) ও তার বন্ধু চাঁচড়া পাড়ার হারুনের ছেলে হাসানকে (২৫) নিয়ে দোকান থেকে আইসক্রীম বিক্রির টাকা উত্তোলনের জন্য শনিবার সন্ধ্যায় শংকরপুর আলতাফের মোড়ে গেলে তাদের উপর সন্ত্রাসীরা হামলা চালায়।

 

জুয়েলকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর জখম করে। এ সময় সন্ত্রাসীরা জুয়েলের কাছ থেকে আইসক্রিম বিক্রির সাড়ে ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর