মোঃ কামাল হোসেন যশোর থেকে:
শোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে ভারত থেকে পাচার করে আনার সময় ১১টি পিস্তল, ২২টি ম্যাগাজিন, ৫০ পিছ গুলি ও ১৪ কেজি গাঁজাসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে । শুক্রবার দিবাগত রাত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ২নং ঘিবা গ্রামের মাদ্রাসার পাশের পাকা রাস্তার উপর থেকে এসব অস্ত্র ও গাঁজা সহ ৩ জনকে আটক করে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার সরবানহুদার সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল (৩৪) ও সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) ও ঘিবা গ্রামের এজুবার এর ছেলে সাজজুল (৩০)।
নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, চোরাকারবারীরা ভারত থেকে গভীর রাত্রে অস্ত্র গুলি ম্যাগজিন ও গাঁজা নিয়ে আসার সময় বিজিবি তাদের ধাওয়া করে ৩ জন চোরাচালানিকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১১ টি ভারতীয় পিস্তল, ২২ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি লে. কর্ণেল সেলিম রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ভারত এর ভিড়া গ্রামের চোরাকারবারি কোরবান আলী ও লাল্টু মিয়ার নিকট থেকে সংগ্রহ করে তারা নিয়ে আসে।
এ অস্ত্র বাংলাদেশের বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের মাদক ব্যবসায়ী বাদশাহ মল্লিকের কাছে হস্তান্তর করার জন্য নিয়ে আসে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মুল্য ১২ লাখ ১৮ হাজার টাকা বলে তিনি জানান। আটককৃত আসামিদের মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
#CBALO/আপন ইসলাম