মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোরের অভয়নগরে চার বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়াগেছে। মঙ্গলবার রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত লম্পট আবদুস সামাদ (৪৫) কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। যৌন নিপীড়ণের শিকার শিশুটি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে বুধবার অভয়নগর থানায় শিশুটির পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং -০৪, তাং- ০২-০৯-২০২০। লম্পট আবদুস সামাদ উপজেলার মহাকাল গ্রামের ইসাহাক আলীর ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে প্রতিবেশী মিলশ্রমিকের বাড়িতে প্রবেশ করে চার বছরের শিশু কন্যাকে লম্পট আবদুস সামাদ জোরপূর্বক যৌন নিপীড়ণ করে।
এসময় শিশুটির মা-বাবা বাড়িতে ছিলেন না। শিশুটির আত্মচিৎকারে পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট আবদুস সামাদ দৌঁড়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে শিশুটির পিতা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আবদুস সামাদকে আটক করে যশোর জেল হাজতে প্রেরণ করে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি আবদুস সামাদকে আটক করে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।
#CBALO/আপন ইসলাম