মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
অভয়নগরের আলোচিত মাছুরা বেগম (মাশু) হত্যা মামলার আসামী মোঃ আরমান হোসেন (৩২) কে দীর্ঘ পাঁচ বছর পর গ্রেফতার করেছে সি আই ডি পুলিশ যশোর ব্রান্চ। জানা যায়, আসামী আরমান নওয়াপাড়া কোলনী পাড়ার মৃত ওহাব এর পুত্র। আজ সকাল ১০ টার সময় আসামীর বাড়ির পাশের রওশনের চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। উল্লেখ্য, ২০১৫ সালে মৃত মাছুরা বেগম (মাসু) কে কে বা কাহারা নির্মম ভাবে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে, পরে পুলিশের সহোযোগিতায় নওয়াপাড়া বৌবাজার এলাকার জৈনক বিস্ন ভদ্রের বাড়ির পার্শে মন্দিরের পেছনের একটি পুকুরের দক্ষিন কোনা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ব্যপারে মৃতের ছেলে মোঃ মাসুদ শেখ বাদী হয়ে অভয়নগর থানায় গত ১৫।০৮।১৫ ইং তাং অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। যাহার মামলা নং ২১ পরবর্তীতে থানা পুলিশের তদন্তে বেরিয়ে আসে উক্ত আসামী আরমানের নাম। সেই থেকে আসামী আরমান দীর্ঘদিন যাবত পলাতক থাকায় তাকে অভয়নগর থানা পুলিশ গ্রেপ্তার করতে অক্ষম হয়।পরবর্তীতে মামলাটি সঠিক তদন্তের জন্য সি আই ডি পুলিশ কে দায়িত্ব দেওয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সি আই ডি পুলিশের একটি চৌকশ টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমান গ্রেপ্তারকৃত আসামী আরমান সি আই ডি পুলিশ হেফাজতে আছে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
#CBALO/আপন ইসলাম