সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের দিনই তা স্থগিত করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু ও সদস্য সচিব আমিরুল ইসলামের সাক্ষরে ১২টি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিএনপি নেতাদের সাথে সমন্বয় না করে এবং বিবাহিতদের দিয়ে বিতর্কিত কমিটি গঠন করায় রাতেই তা স্থগিত করে জেলা সংগঠন। জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে কমিটি স্থগিত করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিটি স্থগিত করা হয়েছে এবং ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে।
#CBALO/আপন ইসলাম