মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের ৭৫০ হতদরিদ্র পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ উপহার। শুক্রবার সকাল পৌনে ১০টায় গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে দরিদ্রদের মাছে ওই ত্রাণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।
এসময় ট্যাগ অফিসার নাজমুল হক ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। ৫৫০ জন ১০ কেজি করে চাল পেলেও অসহায় দুস্থ ২০০ পরিবারকে মাথাপিছু ১০ কেজি চাল, এক ডাল, এক কেজি আলু ও এক লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়েছে।
পৌর মেয়র শাহনেওয়াজ আলী জানান, ৭ম বারের মতো পৌরসভার হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ত্রাণ উপহার বিতরণ করা হয়।