শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াইলে ১ লক্ষ ২০ হাজার টাকা সহ ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল আত্মসাৎ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৪ অপরাহ্ণ

নাঈম ইসলাম বাঙালি, (তাড়াইল),কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

৩ই নভেম্বর ২০২০ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকা সময় কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নে সিংধা গ্রামের মোঃ কামাল উদ্দিন (৪২), তার ঘর থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নগদ সহ মোট ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল আত্মসাৎ করা হয়। জানা যায়, তার টাকা গুলো শ্বশুর বাড়িতে রাখা ছিল অনেকদিন যাবৎ।কিন্তু ইদানীং তার টাকাগুলো তার বাড়িতে নিয়ে আসে, সে নতুন একটি ঘর বাধার জন্য। তার ঘরটি ছিল কুঁড়েঘর, সেখানে ঘরের দরজাটা বেশি একটা ভালো ছিল না। সে তার টাকাগুলো রেখেছিল একটি বাক্সের মধ্যে এবং এটার মধ্যে আরও অনেক মূল্যবান সম্পদ ছিল জানা যায়।

 

বাক্সটার মধ্যে তার স্ত্রীর অলংকার ছিল প্রায় ৫০ হাজার টাকার। কামাল একজন গরিব কেটে খাওয়ার মানুষ তার কাছ থেকে জানা যায়, সে বললো তার মালামালগুলো সন্ধ্যা ৬ টা সময় ঠিকটাকই ছিল কিন্তু অবাক কান্ড মাত্র ১ ঘন্টা ব্যবধানের মধ্যে আবার সন্ধ্যা ৭ টা সময় দেখা যায় তার বাক্সটা আত্মসাৎ করা হয়েছে। তিনি আরও বলেন যে, সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট সময়ে ঘরের বিদ্যুৎ চলে যায় তখন আমি ঘরে ছিলাম না এবং আমার স্ত্রীও পাশের বাড়িতে গিয়েছিল কোন একটা প্রয়োজনে।

 

এ মূহুর্তে ঘরে ঢুকে দেখি বাক্সটা নাই। সমাজের সচেতন মহলের কাছে কামালের দাবী, তার মালামালগুলো আত্মসাতের পাশে অবশ্যই তার কোনো পরিচিত ও পাশ্ববর্তী লোকজনের হাত আছে। না হয় সন্ধ্যা ৭ টা সময় তার বাক্সটা আত্মসাৎ হয় কিভাবে কারও চোখে পড়লো না!! সে এখন নিঃস্ব অসহায় হয়েছে আদৌ এ মালামালের কোনো অনুসন্ধান পাওয়া যায়নি।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর