মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের লোকজন নিজস্ব অর্থ দিয়ে প্রায় ১১’শ ফুট পাকা রাস্তার নির্মাণ কাজ শুরু করেছেন। রাস্তাটি নির্মাণের জন্য প্রয়োজন হচ্ছে প্রায় ১০ লাখ টাকা। গ্রামের প্রায় ১ হাজার পরিবারের লোকজন চাঁদা তুলে রাস্তার কাজ করছেন। সলপ রেল স্টেশনের লেভেল ক্রসিং থেকে শাহীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩ হাজার ফুট রাস্তার ১১’শ ফুট অংশ পাকা করার উদ্যোগ নিয়েছেন। গ্রামের লোকজন এক সপ্তাহ ধরে রাস্তাটি নির্মাণ কাজ শুরু করেছেন বলে জানা যায়। পুরো রাস্তাায় এক হাঁটু কাঁদা জমে থাকতো। ফলে গ্রামের সাধারণ মানুষ সলপ রেল স্টেশনে যেতে এবং বাইরে থেকে গ্রামে ঢুকতে দুভোর্গের সীমা থাকতো । রাস্তাটি সংস্কার করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বহুবার আবেদন করলেও তাতে কোন কাজ হয়নি।
শাহীকোলা গ্রামের বাসিন্দা উল্লাপাড়া পৌরসভার স্যানিটারি পরিদর্শক আলী আহমেদ রতন জানান, দীর্ঘদিনের দুভোর্গ নিরসনে শাহীকোলা গ্রামের লোকজন কথিত ওই রাস্তাটি নিজেরা নির্মাণ করার উদ্যোগ নেন। গ্রামের সাধারণ জনগনকে ঢেকে আলোচনা করে রাস্তাটি নির্মাণ করতে সবাই চাঁদা দিতে একমত হন এবং টাকা দেওয়া শুরু করেন।
গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান মনোয়ারুল ইসলাম রুবেল এই রাস্তা নির্মাণের জন্য সর্বপ্রথমে দেড় লাখ টাকা প্রদান করেন। পরে গ্রামের আর্থিক অবস্থা বিবেচনায় কেউ ৩০ হাজার কেউ ২৫ হাজার আবার কেউ ২০ হাজার টাকা করে দেন। প্রতিটি পরিবারের লোকজনই এই রাস্তা নির্মাণে স্বেচ্ছায় তাদের সামর্থ অনুযায়ী চাঁদা দিয়েছেন। যারা একেবারেই দুস্থ তারা প্রতিদিনই স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন রাস্তা নির্মাণে।
আলী আহমেদ আরো জানান, উল্লিখিত রাস্তাটির মোট দুরত্ব ৩ হাজার ফুট। রাস্তাটি কিছু অংশ পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ থেকে একই সময় পাকা করে দেওয়া হয়। তবে যে অংশটুকুই পাকা করা হয় তাও এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে ইউনিয়ন পরিষদের নির্মাণ করা অংশটুকুই গ্রামবাসী সংস্কারের কাজে হাত দিয়েছেন।
এ ব্যাপারে পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, শাহীকোলা গ্রামবাসীর পাকা রাস্তা নির্মাণের মহতি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ইউনিয়ন পরিষদ থেকে ইতোপূর্বে এই রাস্তার কিছু অংশ পাকা করণ করা হয়। বাকি অংশ পাকাকরণের উদ্যোগ নেওয়া হলেও পরিষদের আর্থিক সংকটের কারণে এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে গ্রামবাসী রাস্তাটি তাদের চাঁদায় নির্মাণ করছেন বলে তিনি জানতে পেরেছেন। গ্রামবাসীর এই কর্মযজ্ঞ এ অঞ্চলের মানুষের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
#CBALO/আপন ইসলাম