নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে কৃষক হাবিবুর রহমান গোয়াল ঘরে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আমোদপুরে গ্রামের ইসব আলীর পুত্র হাবিবুর রহমানের গোয়াল ঘরে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার সময় এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান জানান, গোয়াল ঘরে মশা তাড়ানোর দেওয়া শুকনা গোবরের ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যই আগুনে গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। আমাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয় এসে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আস। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায় এবং গোয়ালে থাকা ৫ টি মধ্যে তিনটি গরুই পুড়ে যায়।এর মধ্যে ১ টি গর্ববতী গাভী ঘটনাস্থলেই পুড়ে মারা যায় । অন্য দুটি গরুর ৬০/৭০ পুড়ে গেছে বলে জানান তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা। পুড়ে যাওয়া গরু গুলোর সুচিকিৎসার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেটেরিনারি সার্জন ডাঃ উজ্জ্বল হোসেন।