রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়ায় গৃহবধুর শ্লীলতাহানীর অভিযোগে ভুক্তভোগীর থানায় লিখিত অভিযোগ দায়ের।আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের ভুক্তভোগী ওমর আলী খানের স্ত্রী মাসুদা বেগম (৪৫) থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তিনি তার পাশ্ববর্তি বাড়ির দর্জির কাজ করা মৃত সিরাজ সরদারের স্ত্রী মাকসুদা বেগমের কাছে পূর্বের তৈরী করতে দেয়া ব্লাউজ আনতে গেলে দর্জি মাকসুদার অনুপস্থিতিতে তার ছেলে আবু বক্কর (১৯) মাসুদা বেগমকে শ্লীলতাহানী ঘটায়।
মাসুদা বেগমের ডাক চিৎকারে তার ছেলে আরিফ খান এগিয়ে এলে আবু বক্কর আরিফ খানকে মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি অভিযোগে আর বলেন, আবু বক্কর মাদ্রাসায় কিছুদির পড়ালেখা করে ৪/৫বছর আগে পড়ালেখা বন্ধ করে দেয়। সকাল হলেই বক্কর রাস্তার পাশে বসে থেকে সোমাইরপাড় মসজিদে পরতে আসা শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমুলক ব্যবহার করায় ওই মসজিদের ইমাম নূর আমীন প্রতিবাদ করলে তাকেও সম্প্রতি মারধর করে আবু বক্কর। আবু বক্করের বিরুদ্ধে এলাকায় বিস্তর অভিযোগ রয়েছে। আবু বক্করেরবিরুদ্ধে তার পরিবারের কাছে বিচার দিয়েও কোন প্রতিকার পায়নি স্থানীয়রা। আবু বক্করের মা বরাবরই তার ছেলে পাগল বলে চালিয়ে দিয়ে কোন বিচার করেনি। তবে স্থানীয়ভাবে বক্করকে নিয়ে একাধিকবার শালিশ বৈঠক অনুষ্ঠিত হবার খবর পাওয়া গেছে।
শ্লীলতাহানীর ঘটনার আইনগত প্রতিকার চেয়ে ভুক্তভোগী মাসুদা বেগম মঙ্গলবার আবু বক্করের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার তদন্ত করা অফিসার এসআই জসীম উদ্দিন অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন আবু বক্করকে মালদরের অভিযোগ একটি অভিযোগ দায়েরের পরে মাসুদা বেগম অভিযোগ করেছেন। বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বজলুর রহমান দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করবেন বলে তাকে জানিয়েছেন।