রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে অসহায় এক খামারীর খামারে বিষ প্রতিপক্ষের প্রয়োগে মারা গেছে ১১০টি ডিম পাড়া হাঁস। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের।
উপজেলার পূর্ব পয়সা গ্রামের মৃত রবীন্দ্র নাথ অধিকারীর ছেলে রনজিত অধিকারীর থানায় দায়ের করা অভিযোগে সূত্রে জানা গেছে, ধার দেনা করে নিজের মাছের ঘেরের সাথে হাঁসের খামার গড়ে তুলেছিলেন তিনি। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে খামারের হাঁসগুলোকে খাবার দিয়ে বাড়ি থেকে অন্য কাজের জন্য বের হন তিনি। দুপুরে তার খামারে গিয়ে হাঁসগুলো ঝিমুতে দেখতে পান তিনি। চিকিৎসক ডাকার আগেই অল্প সময়ের মধ্যে তার ছোখের সামনে খামারের ডিমপাড়া ১১০টি হাঁস মারা যায়। তিনি অভিযোগে বলেন, তার সাথে পূর্ব শত্রুতার জের ধরেই হাঁসের খাবারের সাথে প্রতিপক্ষ দুস্কৃতিকারীরা বিষ প্রয়োগ করায় সেই খাবার খেয়ে হাঁসগুলো মারা গেছে।
এঘটনায় রনজিত অধিকারী অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মঙ্গলবার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসআই জসীম উদ্দিন বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আইনহত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।