মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

নাটোরে কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৫ অপরাহ্ণ

সুজন কুমার,নাটোরঃ

নাটোরে ঢাকাগামী স্বল্প বিরতির ট্রেন আন্তঃনগর কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রা বিরতির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১লা সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা ২৫ মিনিটে নাটোর রেল স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা বিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ট্রেন দু’টির যাত্রা বিরতির অনুষ্ঠানে যোগ দিতে অসংখ্য মানুষ জড় হয় নাটোর স্টেশনে। বাদ্যের তালে নেচে নেচে আনন্দ প্রকাশ করেন তারা। এসময় নাটোর স্টেশন থেকে ঢাকাগামী ২৫ যাত্রীকে ফুল দিয়ে বরণের পর মিষ্টিমুখ করানো হয়।

 

নাটোর রেলস্টশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, নাটোর থেকে উভয় ট্রেনের জন্য ৫টি এসিসহ ৪০টি আসন বরাদ্দ করা হয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২০টাকা। নাটোর থেকে ঢাকা পৌছতে ট্রেন দু’টির সময় লাগবে ৪-৫ ঘন্টা। প্রতিদিন বেলা ১২টা ২০ মিনিট ও ৫টা ৫৫ মিনিটে নাটোর স্টেশন ছেড়ে যাবে কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস। নাটোরে দুটি ট্রেনের যাত্রাবিরতির নির্দেশনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর