হে মুজিব! তুমি ছিলে
গরীবের বন্ধু, অসহায়ের আশা,
হে মুজিব! তুমি ছিলে
মজলুমের আশা, যালিমের নিরাশা।
হে মুজিব! তুমি ছিলে
মানবতার বন্ধু,সকলের আশা,
হে মুজিব! তুমি ছিলে
সত্যের সৈনিক,মুক্তির দিশা।
হে মুজিব! তুমি ছিলে
হাজারো বাঙ্গালির বুকভরা ভালবাসা,
হে মুজিব! তুমি ছিলে
বাঙ্গালির স্বপ্ন,বাঙ্গালির আশা।
——————————
মো:নাজমুল ইসলাম , ভুঞাপুর, টাংগাইল।