শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জের সব থানায় আপ্যায়ন সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৮:২১ অপরাহ্ণ

কে,এম আল আমিন :

দর্শনার্থীদের আপ্পায়নের জন্য সিরাজগঞ্জের সব কয়টি থানায় চা, চিনি, কেটলি সহ আপ্পায়ন সামগ্রী বিতরণ করেন,পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিলসেটে এসব সামগ্রী বিতরণকালে বলেন, দর্শনার্থীরা যেন ভোগান্তির শিকার না হয়, সে জন্য এসএমএস সার্ভিস চালু সহ জেলার ১২টি থানার ওসিদের নির্দেশনায় জিডি, অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে অভিযোগকারীদের যথানিয়মে বাংলায় এসএমএস পাঠাতে হবে। যেন বাদীকে কষ্ট করে সংশ্লিষ্ট থানায় আসতে না হয়।

 

কোন নাগরিক যেন হয়রানির শিকার না হয়। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ওসির কঠোর নজরদারি রাখতে হবে। এ অনুষ্ঠানে পুলিশ সুপার শরিফ আহম্মেদ (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার), অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) শেলী খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) এমরান, সিরাজগঞ্জ প্রেসক্লাব, সংশ্লিষ্ট থানার ওসি, ডিআইও-১, ওসি (ডিবি) ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর