গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে চাঁচকৈড় চলনবিল ক্লিনিক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় পৌর বিএনপির আহ্বায়ক মশিউর রহমান বাবলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল আজিজ।
অন্যদের মধ্যে থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সুজাউদ্দৌলা সুজন, পৌর বিএনপির সদস্য সচিব সুফি মো. আবু সাঈদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
প্রধান অতিথি আব্দুল আজিজ বলেন, আমাদের দুর্ভাগ্য নিজদেশে আজ আমরা পরবাসী। বিদেশীদের দালাল আওয়ামীলীগ সরকার আমাদের কোনো অনুষ্ঠান করতে দেয়না। সৈরাচারী করে কোনো সরকারই বেশিদিন ক্ষমতায় থাকতে পারেনি। আন্দোলন সংগ্রাম করে এ সরকারকে উৎখাত করে দেশের মানুষ ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এ ব্যাপারে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।