শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

যশোরে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫৫ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

পূর্ব শত্রুতার জের ধরে খুন করার উদ্দেশ্যে জিহাদ (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। সোমবার রাতে শহরের বেজপাড়া তালতলা মোড়ের রিয়াজ হোসেনের স্ত্রী জাহানারা বেগম এ মামলাটি করেন। মামলায় একজনের নামসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে। একমাত্র আসামি হচ্ছে, শহরের বারান্দি মোল্লাপাড়া কবরস্থান রোডের আসিব (২০)। আহত জিহাদ শহরের বেজপাড়া তালতলা মোড়ের রিয়াজ হোসেনের ছেলে। মামলায় তার মা জাহানারা বেগম বলেছেন, আসামি আসিব একজন সন্ত্রাসী। আসামি তার সহযোগিদের সহায়তায় খুন জখমসহ সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়।

 

২৯ আগস্ট শনিবার সন্ধ্যায় আমার ছেলে জিহাদ ও তার বন্ধু রিয়াজ বিশেষ কাজে শহরের এইচএমএম রোডের মজিদ ফেব্রিক্স পিচ বাজার নামে একটি দোকানে যায়। এসময় আসামি আসিবসহ তার সহযোগিরা পরিকল্পিতভাবে জিহাদকে ধরে পিছন দিক থেকে ধারালো চাকু দিয়ে আঘাত করে। এতে জিহাদের বাম হাত, কনুই, বাম পায়ের উরু ও নিতম্ব রক্তাত্ত জখম হয়। এক পর্যায়ে জিহাদ দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর