জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে ফাহিমা (৩) ও ফারজানা (৪) নামে দুই শিশু সহদর বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আনুমানিক সোমবার দিবাগত সন্ধ্যা ৭টার দিকে হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বরমপুর-পীরহাট গ্রামে। ফাহিমা ও ফারজানা হরিপুর উপজেলার ৪নং ৩নং বকুয়া ইউনিয়নের বরমপুর-পীরহাট গ্রামের ফারুক হোসেনের কন্যা। ফাহিমা ও ফারজানার বাবা ফারুক হোসেন বলেন মাগরিবের কিছুক্ষণ আগে আমার দুই শিশু কন্যা উঠানে খেলতে ছিল।
খেলা করার সময় আমাদেও সকলের অগচরে কাড়ির পাশে থাকা পুকুওে পড়ে যায়। সন্ধ্যার সময় বাড়ির উঠানে তার্দে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে সন্ধ্যা ৭টার দিকে আমার দুই শিশু কন্যার লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বর্ষা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।