সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়নে ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ এবং ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইটালী ৬ নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে রবিবার বাঁশবাড়িয়া বাজারে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম আরিফ।
মানিক শাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান রাজা,সাধারণ সম্পাদক বেলাল খান,সাংগঠনিক আতাউর রহমান চান্দু প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুর সোবহান, সাংগঠনিক বেলায়েত হোসেন,জাহাঙ্গির হোসেন,পাকুড়িয়া ওয়ার্ড মেম্বার মোঃ আলেফ হোসেন সহ ইউনিয়ন আ.লীগের অন্যান্য নেতৃত্ব বৃন্দ প্রমুখ।