সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

ই-পেপার

পল্লী বিদ্যুতের গাফিলতি জামালপুরের মেলান্দহে বিদ্যুৎ পৃষ্টে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ৫:০১ অপরাহ্ণ

কামরুজ্জামান কানু:

পল্লী বিদ্যুতের গাফিলতির কারনে অরক্ষিত বিদ্যুৎ লাইনে ঝুলন্ত ডিস সংযোগের বিদ্যুৎ পৃষ্টে মেলান্দহ পৌর সভার প্রাচুর পাড়া গ্রামের ইসমাইলের ৫বছরের শিশু পুত্র আকাশের মুত্যু ঘটে। ঘটনাটি ঘটেছে গতকাল ৩০আগষ্ট সকাল ৯টার সময়। এব্যাপারে নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়,আমাদের আবাসিক এলাকায় ১৯৮২সালে মেলান্দহে পিডিবি’র লাইন স্থাপন কালে যে ব্যবহৃত তারটি লাগানো হয়েছিল সেটি পল্লী বিদ্যুৎ ২০০২সালে আসার পরও উক্ত তার পরিবর্তন করেনি। মাঝে মধ্যে প্রাকৃতিক দূর্যোগে তারটি ছিড়ে গেলে যেখানে ছিড়ে যায় সেখানে জোড়া তালি দিয়ে সংস্কার করে। বর্তমানে উক্ত তারটিতে অসংখ্য জোড়া তালি লক্ষ্য করা গেলেও এব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কাহারো কোন অভিযোগ আমলে নেইনি বলে এলাকাবাসী দাবী করছে।

 

কর্মরত পল্লী বিদ্যুতের ডিজিএম নুরুল আমিনের সাথে ফিটনেস বিহীন তার পরিবর্তনের কথা বললে তিনি এতো তার পরিবর্তন করা সম্ভব নয় বলে জানান। অপরদিকে ডিস ব্যবসায়ী নুরু জানায়-তাদের তারটির উপর বিদ্যুতের তার ঝুলে পড়ায় উক্ত ডিস লাইনে ব্যবহৃত টানানো জিআই তারটি ছিড়ে মাটিতে পড়ে যায়। উক্ত জিআই তারে বিদ্যুৎ সঞ্চালন হওয়ায় দূর্ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদ পেয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামীন মেলান্দহে কর্মরত পল্লী বিদ্যুতের ডিজিএম কে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর