রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়ায় পুলিশ অভিযান চালিয়ে দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে।থানার কর্তব্যরত অফিসার এসআই মনির জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বাগধা গ্রাম থেকে করম আলী তালুকদারের ছেলে নুল মোহম্মদ তালুকদারকে এএসআই মানিক গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত নুরমোহম্মদ নন জিআর ১২/২০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
অন্যদিকে একই রাকে উপজেলার মোল্লাপাড়া গ্রাম থেকে আব্দুর রশিদ হাওলাদারের ছেলে জিআর ৩৯১/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহান হাওলাদার (২০)কে এসআই জসীম গ্রেফতার করেন। শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।