কামরুজ্জামান কানু জামালপুর:
দেশ নিউজ ইউটিউব চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে গাঁজা কিনতে গেলে মেলান্দহ উপজেলার মামা ভাগিনা ঘোড়ামারা খাল সংলগ্ন জবেদ আলীর বাড়ী থেকে ৫ জনকে গ্রেফতার করেছে মেলান্দহ থানার পুলিশ। জানা গেছে, জামালপুর সদর উপজেলার শাহাপুর গ্রামের জেহার আলী মন্ডলের ছেলে আব্দুল মান্নান সঙ্গীয় ইসলামপুর উপজেলার কান্দার চর গ্রামের ইয়াকুব আলীর পুত্র শুকুর আলী, শেরপুর জেলার রামের চর গ্রামের আশরাফ আলীর পুত্র রুবেল, মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের ছায়েদ আলীর পুত্র মনির হোসেন, মেলান্দহ উপজেলার কামদেববাড়ী গ্রামের ইদ্রিস শেখের পুত্র হেলালকে সাথে নিয়ে জবেদ আলীর বাড়ীতে গাঁজা ক্রয় করতে গেলে স্থানীয় জনতা সন্দেহ মূলক ভাবে তাদেরকে ঘেরাও করে।
এ সময় আব্দুল মান্নান তাকে দেশ নিউজ ইউটিউব চ্যানেলের সাংবাদিক পরিচয় দেয় এবং সাথে থাকা ১ জনকে তার ক্যামেরাম্যান পরিচয় দিয়ে ফেঁসে যায়। বাকী ৩ জনের কোন পরিচয় দিতে না পারায় স্থানীয় জনতা থানা পুলিশকে সংবাদ দিলে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান উপ পরিদর্শক প্রভাষ চন্দ্রকে পাঠিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সাংবাদিক পরিচয়দানকারী আব্দুল মান্নান এর আইডি কার্ড জব্দ করে তার সম্পাদককে মুঠো ফোনে বিষয়টি জানালে সম্পাদক মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ও আমাদের প্রতিবেদককে জানান ধৃত আব্দুল মান্নান যে আইডি কার্ড ব্যবহার করছে সেটা ভূয়া। সে আমাদের কোন প্রতিনিধি নয়। ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হোক, তবে ক্যামেরাম্যানের পরিচয় বহনকারী ছেলেটি ঢাকায় আমাদের অফিসে কাজ করে।