মোঃ কামাল হোসেন যশোর থেকে:
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে গত রাতে জেলার ঝিকরগাছা রজনীগন্ধা হোটেলের সামনে থেকে অবৈধ পথে ভারত থেকে আনা অবৈধ ওষুধসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, নড়াইলের নাড়াগাতির টোনা গ্রামের রাসেল সরদার (২৪) পিতা- শওকত আলি সরদার, শামছুর রহমান (২৬) পিতা- রফিকুল ইসলাম। উদ্ধাকৃত ওষুধের মূল্য আনুমানিক-২ লক্ষ ৭৭ হাজার টাকা বলে র্যাব সূত্রে জানা গেছে। ধৃত আসামি ও জব্দকৃত আলামত সহ ঝিকরগাছা থানায় হস্তান্তর এবং ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনের ২৫ ই ধারায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, আসামিরা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে পাশর্বর্তী দেশ ভারত থেকে চোরাই পথে বিভিন্ন ভারতীয় পণ্য সামগ্রী এনে বিক্রয় করছিল।