মোঃ কামাল হোসেন যশোর থেকে:
কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শহরের দুই চাল ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। জানা গেছে, কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্লাস্টিক বস্তা ব্যবহারের অভিযোগে শহরের গমপট্টির চাল ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে ৩ হাজার টাকা ও দিলিপ কুমার দাস কে ২ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়াও মোটর সাইকেলের লাইসেন্স ও হেলমেট না থাকায় চালক রিপন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।