মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
করোনা দুর্যোগকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির অর্থায়নে ৬শ’ শিক্ষার্থীর পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকার ঈদসামগ্রী উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১০টায় এ উপলক্ষে ওই স্কুল ক্যাম্পাসে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহাবুব হাসানসহ স্কুল পরিচালনা কমিটির সদস্য সরদার জালাল উদ্দিন, আব্দুস সামাদ, কলিমুদ্দিন, আব্দুর রহমান, জিল্লুর রহমান প্রমূখ।
জানা যায়, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়েও ঈদসামগ্রী উপহার দেন বিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ২শ’ টাকা প্যাকেজের লাচ্চা, সেমাই, চিনি, গুড়া দুধ ও আটার প্যাকেট বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনকে শিক্ষার্থীর অভিভাকরা স্বাগত জানিয়েছে।