মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে জনগনের মাঝে সচেতনতা বাড়াতে এক সমাবেশ ও মাস্ক বিতরণ করা হয়। “ একমাত্র আপনার ব্যক্তিগত সচেতনতাই করোনা প্রতিরোধ করতে পারে” এ শ্লোগান জানিয়ে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সমাবেশ হয়।
এসময় দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রেজাউন কবীর পারভেজ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, আওয়ামী লীগের আব্দুল বাতেন হিরু, সরকারী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, অধ্যাপক রফিকুল ইসলাম খোকন, ডাঃ আলামিন হোসেন, যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।