বান্দরবানের লামায় যৌথ বাহিনীর অভিযানে সেগুন গাছ জব্দ করা হয়েছে। ১১ জানুয়ারি বিকেল ৫ ঘটিকায় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও আলীকদম সেনা জোন নির্দেশনার ভিত্তিতে লামা সদর রেঞ্জ ও ইয়াংছা বন ক্যাম্প কমকর্তা কবির উদ্দিন ও ইয়াংছা সেনা ক্যাম্পের বাহার উদ্দিন সহ লামা বন বিভাগের স্পেশাল টিমের প্রধান রনি পারভেজের টহল টিমের নেতৃত্বে ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বড় পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সেগুন গোল গাছ ৪৩ টুকরো ৪০ ঘনফুট, বল্লি ৫০ টুকরো সেগুন গাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত সেগুন গাছ গুলো লামা বনবিভাগের আওতায়ধীন ইয়াংছা বনবিটে নিয়ে আসা হয় বলে ভাড়া করা গাড়ি যোগে বলে জানান সংশ্লিষ্টরা।
লামা বনবিভাগ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বনজ সম্পদ পাচার রোধে লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও লামা সদর রেঞ্জ কবির উদ্দিনের কঠোর নির্দেশনা ও নিয়মিত তদারকির অংশ হিসেবেই আলীকদম সেনা জোনের সার্বিক প্রচেষ্টায় এই অভিযান পরিচালিত হয় বলে জানান স্পেশাল টিম প্রধান রনি পারভেজ।