বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসানের উদ্যোগে কম্বল বিতরণ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ

মানবতার ছোঁয়ায় উষ্ণ হোক শীতার্ত মানুষের জীবন, এই স্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলার ভবদহ জলাবদ্ধ এলাকা চলিশিয়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসান (PHF)।

সোমবার (১২ জানুয়ারি) বিকাল চারটায় চলিশিয়া ইউনিয়নের ফকিরবাড়ি আল হাসান মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক শীতার্ত, সাধারণ ও শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অভয়নগর প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি এফ এম গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কাজী মোঃ জয়নুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া মডেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুর রউফ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মাসুদ আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী বিল্ডার্স লিঃ-এর পরিচালক কায়সার আহমেদ।

কম্বল বিতরণকালে রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসান বলেন, এটি কোনো রাজনৈতিক পরিচয়ের কর্মসূচি নয়। আমার এলাকার মানুষ শীতের কষ্টে রাত কাটাবে আর আমি নীরব থাকবো, এটা কোনোভাবেই সম্ভব নয়। একসময় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে থাকা এই মানুষগুলো যেন শীতে কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই এই কম্বল উপহার।

তিনি আরও বলেন, তীব্র শীতে অসহায় মানুষ যখন মানবেতর জীবনযাপন করছে, তখন সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের দুঃখ লাঘবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসময় তিনি ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করেন এবং জানান, সাধারণ মানুষের অধিকার ও মানবিক প্রয়োজনে তিনি অতীতেও পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। জনস্বার্থে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আশ্বাস দেন রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর