টাঙ্গাইলের বাসাইলে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার(১২ জানুয়ারি)দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।জানা গেছে, সম্প্রতি বাসাইলের বিভিন্ন বাজারের দোকানে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হচ্ছে। এমন অভিযোগে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারে মেসার্স ফজলু এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে ভোক্তা স্বার্থ রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।