পাবনার আটঘরিয়ায় সিসিডিবি’র সৌজন্যে এসএমই শাখায় ৭৫ জন শীর্তাত মানুষের মাঝে শীতবস্তু বিতরণ করা হয়েছে।
আজ ১২ জানুয়ারি রোববার সকালে সিসিডিবি’র সৌজন্যে এসএমই আটঘরিয়া শাখার আটঘরিয়া বাজার নিউ মার্কের দোতলায় আয়োজিত শীতবস্তু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্তু বিতরণ করেন এলাকা সমন্বয়কারি চাটমোহর এলাকার আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সমন্বয়কারি আটঘরিয়ার মি: গৌতম সেন, নাদুরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল বাশার, আটঘরিয়া এসএমই শাখা ব্যবস্থাপক মো: গোলাম আজম,
দেবোত্তর শাখা ব্যবস্থাপক মো: সেলিম রেজা, আটঘরিয়া এসএমই শাখার হিসাব রক্ষক রিয়াজুল ইসলাম, আটঘরিয়া এসএমই শাখার মাঠ সংগঠক মি: মানিক কুমার।
এসময় এলাকা সমন্বয়কারি চাটমোহর এলাকার আব্দুস সোবহান বলেন, “মানবিকতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। তিনি মতভেদ ভুলে শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, যার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী সহায়তা করা উচিত। মানবিক চেতনায় বিশ্বাসী মানুষ অন্যের কষ্ট দেখে নিশ্চুপ থাকতে পারে না।”