বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিনাজপুরে ৭ম জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ

দিনাজপুরে শুরু হয়েছে কাব স্কাউটদের চার দিনব্যাপী বৃহৎ মিলনমেলা ৭ম দিনাজপুর জেলা কাব ক্যাম্পুরী–২০২৬। শনিবার (১০ জানুয়ারি) দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কাব স্কাউটদের অংশগ্রহণে ক্যাম্পুরী কার্যক্রম শুরু হয়।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে  আয়োজিত ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, (পিপিএম)।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  দিনাজপুরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন  দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক  সৈকত হোসেন, জেলা স্কাউট সম্পাদক আকরাম হোসেন, জেলা কাব লিডার ও প্রোগ্রাম চিফ মোহিদুল ইসলামসহ স্কাউট আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, কাব স্কাউট কার্যক্রম শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৈশব থেকেই স্কাউটিংয়ের শিক্ষা শিশুদের ভবিষ্যৎ জীবনে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
আয়োজকরা জানান, চার দিনব্যাপী এ ক্যাম্পুরীতে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ৭৪টি ইউনিট অংশগ্রহণ করছে। প্রতিটি ইউনিট থেকে ৬ জন কাব সদস্য ও ১ জন ইউনিট লিডার মিলিয়ে মোট ৫১৮ জন অংশগ্রহণকারী
,প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক ও ৮০ জন কর্মকর্তা, সব মিলিয়ে প্রায় ৬৫০–৭০০ জন কাব, স্কাউট ও রোভারদের অংশগ্রহণে ক্যাম্পুরী এক আনন্দঘন মিলনমেলা পরিনত হয়েছে।
 ক্যাম্পুরীর কর্মসূচিতে কাব স্কাউটদের জন্য শিবির জীবন, দলগত খেলা, কাব স্কিল প্রদর্শনী, ক্যাম্প ফায়ার ও নেতৃত্ব বিকাশমূলক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। সেই সাথে ক্যাম্পুরীতে রোভার সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে নিরলস ভাবে কাজ করছে।
ক্যাম্পের চারপাশ রঙিন তাবু, ব্যাজ ও পতাকায় সেই সাথে সজ্জিত ক্যাম্প এলাকা শৃঙ্খলাবদ্ধ কার্যক্রমে প্রাণবন্ত হয়ে উঠেছে। ক্যাম্পুরী কার্যক্রম আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর