দিনাজপুরের গোর এ শহিদ বড় মাঠে শুরু হয়েছে কাব স্কাউটদের বৃহৎ মিলনমেলা ৭ম দিনাজপুর জেলা কাব ক্যাম্পুরী। রঙিন তাবু, শিশুদের কোলাহল ও শৃঙ্খলাবদ্ধ কর্মব্যস্ততায় উৎসবমুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পুরী প্রাঙ্গণ।
“কাবিং করবো, ভালো মানুষ হবো” এই প্রতিপাদ্যকে ধারণ করে দিনাজপুর জেলা স্কাউটস কর্তৃক আয়োজিত এ ক্যাম্পুরীতে জেলার বিভিন্ন উপজেলার কাব ইউনিটগুলো অংশগ্রহণ করছে।
জেলা কাব লিডার ও প্রোগ্রাম চিফ মোহিদুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে কর্মকর্তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং দুপুরের পরপরই বিভিন্ন উপজেলার কাব ইউনিটগুলো ক্যাম্পুরীতে যোগ দিতে থাকে। রবিবার ১১ জানুয়ারি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ক্যাম্পুরী আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা, আবাসন, খাবার ও কর্মসূচি বাস্তবায়নে সব ধরনের কাজ ধারাবাহিক ভাবে চলছে সেই সাথে অংশগ্রহণকারী কাব শিশুদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই ক্যাম্পুরীতে রোভার সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে নিরলস ভাবে কাজ করছে।
আয়োজকরা জানান, এই ক্যাম্পুরীর মাধ্যমে কাব স্কাউটদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, সহযোগিতা, বন্ধুত্ব ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় হবে।
ক্যাম্পুরীতে অংশ নেওয়া কাব শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, নতুন বন্ধু পাওয়া, দলবদ্ধ কাজ, তাবু স্থাপন ও খেলাধুলার মধ্য দিয়ে এক ভিন্নধর্মী ও আনন্দঘন অভিজ্ঞতা অর্জন করছি।
দিনাজপুর জেলা কাব ক্যাম্পুরীকে ঘিরে শিশু-কিশোরদের প্রাণচাঞ্চল্যে এখন পুরো জেলা যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।