বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

নলছিটিতে বেগম জিয়ার মিলাদ মাহফিলে হট্টগোল সৃষ্টিকারীদের ছবি তোলায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিল ছাত্রদল আহ্বায়ক রনি

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটিতে বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলে হট্টগোল সৃষ্টিকারীদের ছবি তোলায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিল  নলছিটি উপজেলার ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি। ৯ জানুয়ারি শুক্রবার বিকেলে নলছিটি উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজি বক্তব্য দিতে গেলে সাইদুল ইসলাম রনিসহ কয়েকজন প্রতিবাদ ও হৈচৈ সৃষ্টি করে হট্টগোল করে। এক পর্যায়ে কেন্দ্রীয় বিএনপির নেতাদের উপস্থিতিতে নিজেদের মধ্যে হাতাহাতি শুরু হলে দৈনিক আজকের পরিবর্তন  ষ্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম বাচ্চু মোবাইল দিয়ে ওই ঘটনার ছবি তোলার চেষ্টা করেন। তখন নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর হাত থেকে স্মার্টফোন থাবা দিয়ে জোরপূর্বক কেড়ে নিয়ে যায়। সাংবাদিক পরিচয় দেয়ার পরেও তিনি পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করে মোবাইল টি তার দখলে রেখে দেন। মোবাইল টি অনেক সময় জোরপূর্বক আটকিয়ে রাখেন ওই ছাত্রদল নেতা।
 ওই নেতার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদকের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
নলছিটি উপজেলার রানা পাশা ইউনিয়নের বিএনপির ত্যাগী কর্মী বারেক মল্লিকের পুত্র  মোঃ জামাল মল্লিক সাইদুল ইসলাম রনির বিরুদ্ধে গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সংঘটিত  চাঁদাবাজি, সন্ত্রাসী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে জেলা ছাত্রদলের সভাপতি বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এছাড়াও নলছিটি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাইদুল ইসলাম রানার বিরুদ্ধে পেশী শক্তি প্রদর্শনসস নানা অপকর্মের অভিযোগ আছে বলে জানান এই প্রতিবেদককে।
এ বিষয়ে সাইদুল ইসলাম রনি সাংবাদিকদের জানান, মোবাইল কেড়ে নেয়ার বিষয়টি আমার ভুল হয়েছে। প্রথমে আমি রিয়াজুল ইসলাম বাচ্চু সাংবাদিককে চিনতে পারি নাই। যখন চিনেছি তখন মোবাইল ফেরত দিয়েছি।
জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ খান জানান, সাংবাদিক এর মোবাইল কেড়ে নেয়া ঠিক হয় নাই। আমি খোঁজ খবর নিয়ে জেনে ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর