বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে বিএনপির চার নেতা বহিস্কার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ

নওগাঁর রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপি’র চার নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গত বুধবার তাদের সাময়িক বহিস্কার করা হয়। এছাড়াও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর বিরুদ্ধে বিরুদ্ধচারণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
বহিস্কৃত চার নেতা হলেন, রাণীনগর উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মো. পাভেল রহমান, উপজেলা বিএনপির সদস্য মো. রফিক, মো. শামীম হোসেন ও মো. শহিদুল ইসলাম সুইট।
দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত বহিস্কার আদেশের দুই চিঠি থেকে এ তথ্য জানা যায়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
বহিস্কার আদেশে বলা হয়- উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধচারণে লিপ্ত রয়েছেন- মর্মে নওগাঁ জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এ ধরণের কর্মকান্ডের জন্য জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক দলীয় পদমর্যাদা হইতে দল থেকে তাদের চারজনকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।
এছাড়া বহিস্কৃত চারজনকে দলের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির আওতাধীন সকল নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে তাদের চারজনের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর