সাতক্ষীরার আশাশুনি থেকে অনলাইন ক্যাসিনোর মাস্টার এজেন্ট আমিরুলকে(২৯) আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ বৃহস্পতিবার ৮ জানুয়ারি ভোর রাতে আশাশুনি উপজেলার একসরা গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃত মোঃ আমিরুল ইসলাম (২৯) এলাকার আব্দুল কারিকর এর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ নিজাম উদ্দিন মোল্যা জানিয়েছেন, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল স্যার এর দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে আশাশুনির একসরা গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত অনলাইন জুয়ায় মাস্টার এজেন্ট ও ওয়ান এক্স বেড (1x bet agent) এজেন্ট আমিরুলকে আটক করা হয়েছে। সে অনেক দিন যাবত আত্মগোপনে থেকে অনলাইন ক্যাসিনোর মাস্টার এজেন্ট এর দায়িত্ব পালন করে আসছিলো। আটকের পর তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক অ্যাপস সহ স্মার্ট ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতের বিরুদ্ধে আশাশুনি থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ- ২০২৫ এর ২০(২)/২২/২৪(২)/২৭ ধারায় মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। সাতক্ষীরা জেলায় অনলাইন জুয়ারীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।