পাবনার আটঘরিয়ায় ভেকুদিয়ে মাটি কাঁটার অপরাধে জান্নাত আলী নামক এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। সে চাঁদভা ইউনিয়নের রতিপুর গ্রামের দিলবার মাঝির ছেলে।
আজ ৭ জানুয়ারি বুধবার বিকেলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫ ধারা অপরাধে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার গোপন সংবাদের ভিত্তিতে মাজপাড়া ইউনিয়ন মাজপাড়া সিনিয়র আলিম মাদরাসার পাশে সরজমিন ফসিল জমিতে ভেকুদিয়ে পুকুর খনন করছিলেন মাটি ব্যবসায়ী জান্নাত আলী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার তাকে হাতে নাতে ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫ ধারা অপরাধে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার জানান,মাটিকাঁটার অপরাধে একজনকে ৭ দিনের কারাদণ্ড ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।