বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

জনতার ইশতেহার, আপনার মতাম‌‌‌‍তেই তৈরি হবে নির্বাচনী ইশতেহারঃ আনোয়ারুল ইসলাম চান 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ

আগামীর মানবিক, টেকসই ও উন্নত নান্দাইল গড়ার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে ‘জনতার ইশতেহার’ নামে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের  বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ও জামায়াতে ইসলামির মনোনীত  সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের  উদ্যোগ নিয়েছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে একটি অনলাইন গুগল ফর্ম চালু করা হয়েছে, যেখানে নান্দাইলের দেশ ও প্রবাসে অবস্থানরত সম্মানিত নাগরিকরা মাত্র এক মিনিট সময় ব্যয় করে নিজেদের মতামত, চাওয়া ও প্রত্যাশা জানাতে পারবেন। আয়োজকদের মতে, এলাকার প্রকৃত সমস্যা, চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন সাধারণ মানুষ। তাই জনগণের অংশগ্রহণ ছাড়া বাস্তবভিত্তিক ও কার্যকর নির্বাচনী ইশতেহার সম্ভব নয়।
ফর্মটিতে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ অবকাঠামো, কৃষি উন্নয়ন, যুবসমাজের ক্ষমতায়ন, নারীর অধিকারসহ নান্দাইলের সামগ্রিক উন্নয়নসংক্রান্ত যেকোনো বিষয়ে মুক্তভাবে মতামত প্রদানের সুযোগ রাখা হয়েছে। প্রাপ্ত প্রতিটি মতামত গুরুত্বসহকারে বিশ্লেষণ করে সেগুলোর আলোকে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।
সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি নাগরিকরা কেবল ভোটার নন, তারাই নীতিনির্ধারণের প্রকৃত অংশীদার। নান্দাইলের ভবিষ্যৎ কেমন হবে, তা জনগণের মতামতের ওপর ভিত্তি করেই নির্ধারিত হওয়া উচিত। ‘জনতার ইশতেহার’ সেই বিশ্বাসেরই প্রতিফলন।”
তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণ, নারী, প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সরাসরি উন্নয়ন পরিকল্পনায় যুক্ত হবে, যা নান্দাইলের রাজনীতিতে অংশগ্রহণমূলক ধারাকে আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, ‘জনতার ইশতেহার’ উদ্যোগটি জননেতা চান ভাই মিডিয়া সেল কর্তৃক বাস্তবায়িত একটি জনগণের সরাসরি অংশগ্রহণমূলক ও প্রযুক্তিনির্ভর নির্বাচনী প্রক্রিয়া। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ নান্দাইলে গণতান্ত্রিক চর্চা ও জনসম্পৃক্ত রাজনীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর