বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিসংখ্যানবিদ সহ ৬ জনকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার (৬জানুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর। আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী এবং বিদায়ী অতিথিদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী’র সাবেক উপ-পরিচালক ডা. মওলা বক্স চৌধুরী। অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাবেক এমটি ইপিআই কর্মী মোঃ ইদ্রীস আলী, সাবেক ক্যাশিয়ার মোঃ নুরল হক, সিএইচসিপি নির্মল কুমার বর্মন, স্বাস্থ্য কর্মী মোছা: নাসরিন, সিনিয়র নার্স মোছা: লাকী বেগম, স্বাস্থ্য পরিদর্শক মোছাঃ সুফিয়া খাতুন প্রমুখ। অবসরজনিত বিদায় সংবর্ধিত অতিথিদের মধ্যে আবেগাপ্লুত হয়ে অনুভুতি ব্যক্ত করেন, অবসরপ্রাপ্ত স্টোর কিপার মোঃ আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোস্তফা আলম, অবসরপ্রাপ্ত স্যানেটারী ইন্সúেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত পরিসংখ্যানবিদ বাবু ধনেশ চন্দ্র বর্মন, অবসরপ্রাপ্ত ক্যাশিয়ার মোঃ মকবুল হোসেন এবং অবসরপ্রাপ্ত ওয়ার্ড বয় মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী অতিথিদের অবসরকালীন জীবনের মঙ্গল কামনা করেন অতিথিরা। সভাপতির বক্তব্যে ড. মোঃ হুমায়ুন কবীর বিাদায়ী অতিথিদের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এবং ডাক্তার মওলা বক্স চৌধুরী’র ব্যক্তিগত উপহার সামগ্রী বিদায়ী অতিথিদের মাঝে প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর