আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নান্দাইল প্রেসক্লাবে “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব হাসমত মাহমুদ তারিক ভুঁইয়া। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে নান্দাইলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো। শিক্ষার মাধ্যমে নান্দাইলকে একটি আধুনিক ও মেধাভিত্তিক উপজেলায় রূপান্তর করাই আমার লক্ষ্য।”
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নান্দাইল দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে অবহেলিত। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে স্থানীয় শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আর জেলা বা বিভাগের বাইরে যেতে বাধ্য হবে না। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি এলাকায় শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে।
তিনি জানান, শুধু বিশ্ববিদ্যালয় নয়, নির্বাচিত হলে নান্দাইলে একটি আধুনিক হাসপাতাল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মসংস্থানমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। কৃষি নির্ভর এ উপজেলায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আলহাজ্ব হাসমত মাহমুদ তারিক ভুঁইয়া বলেন, তিনি রাজনীতিকে জনসেবার মাধ্যম হিসেবে দেখেন এবং নান্দাইলবাসীর আস্থা ও ভালোবাসা নিয়ে সংসদে গিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। অনুষ্ঠান শেষে তিনি নান্দাইলবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।