মঙ্গলবার (৬ জানুয়ারি)বাদ যোহর সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজটির উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ কলেজটির সভাপতি সভাপতি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
এসময় উপস্থিত ছিলেন,কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ রইসউদ্দীন,কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর বিএনপি নেতা আব্দুর রকিব মোল্লা, কলারোয়া পৌর বিএনপির শরিফুজ্জামান তুহিন, কলারোয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজমল করিম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাও. সাইফুল্লাহ আল কাফি।