বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরের জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:২৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারি) বিকালে বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে দেড় শতাধিক অচ্ছল নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বেকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মোঃ আবুল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা শাখা আমীর  মাওলানা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা যুব সভাপতি ডা. এম. এ. মান্নান,
বারাপুষা উত্তর পাড়া জামে মসজিদ, ইমাম ও খতিব মাওলানা নুরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেকড়া ইউনিয়ন সভাপতি মোঃ হাজী তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম বলেন, শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবকল্যাণে বিশ্বাসী এবং নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন- সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—ইনশাআল্লাহ।
শীতবস্ত্র পেয়ে স্থানীয় এক শীতার্ত অসহায় ব্যক্তি জানান,আমাদের মতো দরিদ্র মানুষ শীতে সবচেয়ে কষ্টে থাকে। এই কম্বলগুলো পেয়ে অনেক উপকার হলো। আমরা যারা সাহায্যে পাওয়ার  জন্য অপেক্ষা করি, তাদের জন্য এ ধরনের উদ্যোগ আশার আলো।
বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি  মো. শহীদুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর