বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড–২০২৫’-এ মনোনীত আলম ফরাজী

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
Oplus_131072

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক কালের কণ্ঠ-এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আলম ফরাজীকে ‘খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড–২০২৫’ প্রদান করার ঘোষণা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে অনুসন্ধানী, সাহসী, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননায় মনোনীত করা হয়।
‘দি ইলেকট্রোরাল কমিটি ফর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মোট আটজন গুণী ব্যক্তির নাম ঘোষণা করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন।
আলম ফরাজী তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর লেখনীতে নিয়মিতভাবে উঠে এসেছে সাধারণ মানুষের অধিকার, প্রশাসনিক খবর এবং সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের কথা। বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক নানা বিষয় তাঁর অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জাতীয় পর্যায়ে গুরুত্ব পেয়েছে।
এ সম্মাননা ঘোষণার খবরে ময়মনসিংহসহ দেশের সাংবাদিক মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সহকর্মী সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলম ফরাজীকে অভিনন্দন জানিয়ে বলেন, এ পুরস্কার দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ‘খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড’ সাংবাদিকতার ক্ষেত্রে একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে পরিচিত। এ পুরস্কার প্রাপ্তির মাধ্যমে আলম ফরাজীর কর্মময় সাংবাদিকতা জীবনে যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
‘খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ডে মনোনীত হওয়ায় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর