বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ

পাবনার সাঁথিয়া উপজেলায় শীতার্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। তীব্র শীতে উপজেলার সিদীপ শিক্ষা প্রতিষ্ঠানের  দুস্হ্য অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক  বিতরণ করায় তিনি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসায় ভাসছেন।
সম্প্রতি সাঁথিয়া উপজেলার সিদীপ  শিক্ষা প্রতিষ্ঠানে দুস্হ্য অসহায়  ১১টি শাখায় এই শীতের পোশাক বিতরণ  কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও রিজু তামান্না নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক  তুলে দেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। তিনি বলেন, শীতের কারণে কোনো শিক্ষার্থী যেন কষ্ট না পায় বা শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে না পড়ে—সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষক ও অভিভাবকরা জানান, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়িয়েছে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে বলেন, এতে শীতের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং নিয়মিত বিদ্যালয়ে আসতে সুবিধা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ইউএনও রিজু তামান্নার এই মানবিক কার্যক্রম সাঁথিয়ায় প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর