নাগরপুরে চরমোনাই হুজুরের মাহফিলে লোকের ঢল নেমেছে। শনিবার বাদ আছর হতে রাত ১১ টা পর্যন্ত চলে এ মাহফিল, ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে। সভাপতি আলহাজ মাওঃ আলী আকবর দাঃ বাঃ আলহাজ মাওঃ রফিকুল ইসলাম আমিনীর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন রাহবারে মিল্লাত বঙ্গ অভিভাবক হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই তিনি জাতীর উদ্দেশ্যে বলেন আগামীতে ইসলাম কে ক্ষমতায় নিতে হবে এবং ইসলাহ ও আমলের বয়ান করেন। আরো অন্যান্য উলামায়ে কেরাম কুরআন হাদিসের আলোকে বয়ান পেশ করেন সকলেই আল্লাহর ইবাদত এবং ঈমানের বিষয়ে আলোচনা করেন। এ সময় দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাশরীফ আনেন ও বিভিন্ন এলাকা থেকে মুসল্লীবৃন্দ আগমন করে দিলের খোরাক নিয়ে মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করে বাড়ির দিকে রওয়ানা দেন।