“প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহর জাতীয় সমাজসেবা দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় এ দিন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে সমাজসেবা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা।
এ দিন উপলক্ষে আরোও বক্তব্য দেন, কৃষি সম্পসারণ অধিদপ্তরের শোয়েব রহমান, আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর থেকে প্রকাশিত সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক বেলাল হোসেন স্বপন, বোয়ালমারী হাজী আব্দুল্লাহ শিশু সদন ও এতিমখানা সহকারী শিক্ষক হাফেজ জাহিদুল ইসলাম, মৌলিক ব্যাবস্থাপনা সংস্থা (বিএমএস)এর নির্বাহী পরিচালক আনিসুল ইসলাম, প্রতিবন্ধী ভাতাভোগী সঞ্জয় কুমার সরকার, বিধবা ভাতাভোগী রেনুকা খাতুন, বয়স্ক ভাতাভোগী ইমান আলী প্রমূখ।
এসময় বিভিন্ন দফতরের দপ্তর প্রধান, সাংবাদিক সুধিজন ও শতাধিক ভাতাভোগী উপস্থিত ছিলেন।