বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:০১ অপরাহ্ণ

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সমাজসেবার উপকারভোগীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুল ইসলামসহ উপজেলা নির্বাচন কর্মকর্তা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবার কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব হচ্ছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে সমাজসেবা কার্যক্রম দিন দিন আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠছে।

বক্তারা আরও বলেন, সমাজের অসহায়, প্রতিবন্ধী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে সমাজসেবা কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কাজ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর