বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে ২ জানুয়ারি ২০২৬ তারিখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শরৎ নগর বাজার কর্তৃক পরিচালিত বাজারে অবস্থিত বাসের মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে লাকি কুপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে সমাজের গরিব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা ভাঙ্গুড়া, পাবনার উপদেষ্টাবৃন্দ, সভাপতি সার্জেন্ট মো. ফজলুর রহমান (অব.), সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. তারিকুল ইসলাম (অব.) এবং সাংগঠনিক সম্পাদক কর্পোরাল মো. রফিকুল ইসলাম (অব.)। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করেন। বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর