বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

আগামী নির্বাচন নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন টাংগাইলে এটিএম আজহারুল ইসলাম

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, কারা নির্যাতিত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সংক্ষিপ্ত সফরে  দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত মন্তব্য করেন।  গতকাল শুক্রবার (২ জানুয়ারি ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাংগাইল জেলা কর্যালয়ে সকালে এটিএম আজহারুল ইসলামকে স্বাগত জানান জেলা আমীর আহসান হাবীব মাসুদ। পরে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল,ডা. একেএম আব্দুল হামিদ, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম প্রমুখ।
তিনি আরও বলেন, ক্ষনস্থায়ী এ জীবনে সৎ কাজের কোন বিকল্প নেই। অনেকেই দুনিয়ার কিছু স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে ; অপরদিকে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য সংগ্রাম করি। আমাদেরকে আরও সাহসিকতার সাথে চেষ্টা ও সাধনা করতে হবে। আগামী নির্বাচনে কেউ যেন জোরপূর্বক ভোট ডাকাতি করতে না পারে সে ব্যাপারে সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর