বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের আয়োজনে এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ,ড্যাব এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পান হাজারো বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল এসিস্ট্যান্ট টিম চিকিৎসা এবং পরামর্শ প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে হৃদরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, প্রসূুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা দেন। এসময় ফ্রি মেডিকেল টিমকে স্থানীয় ৩০জন স্বেচ্ছাসেবী সহযোগীতা করেন। হাতের নাগালে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে খুশি সাধারণ মানুষ। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন ব্যক্তিরা। আগামীতে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আরো প্রত্যাশা এলাকাবাসীর। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও পরামর্শ দিতে পেরে খুশি চিকিৎসকরাও। নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, আমাদের উদ্দেশ্য প্রত্যন্ত এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। এক হাজারের অধিক মানুষকে আমরা ফ্রি চিকিৎসা ও ঔষধ দিয়েছি। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর