সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় ফরিদপুর পৌর এলাকার সাত (০৭) নং ওয়াডের যুব সমাজের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
শুক্রবার বাদ জুম্মা রাউৎনাগধাপাড়া কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে শুক্রবার সারা দেশে বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মো. আনিসুজ্জামান আনিছ,মো. রবিউল করিম,মো. আব্দুল মতিন,মো. আবুল কালাম আজাদ, মো. শাহিনুর রহমান সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
দোয়া মাহফিলে উপস্থিত ব্যাক্তি বর্গের মাঝে মো. আনিসুজ্জামান, মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং সকল মুসলিম উম্মার কাছে দোয়া প্রার্থনা করেন।
পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতা ও শুভাকাঙ্ক্ষীদের এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
পরিশেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো. সুরুজি সাহেব।