শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাদ আসর উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীর পাশাপাশি রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা সাধারণ মানুষ, বয়স্ক মুসল্লি, যুবকদের উপস্থিতিও চোখে পড়ে।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ।

গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর